গীতসংহিতা 68:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. হে ঈশ্বর, তুমি প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিলে;শুকিয়ে ওঠা তোমার দেশকে তুমি সতেজ করে তুলেছিলে।

10. তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল;তোমার মংগল ইচ্ছায়, হে ঈশ্বর,তুমি তাদের অভাব মিটিয়েছিলে।

11. প্রভু লোকদের আদেশ দেন;মংগলের খবর ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক।

গীতসংহিতা 68