6. নিজের বলতে যার কেউ নেইতাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন;বন্দীদের তিনি মুক্ত করে মংগলের মধ্যে নিয়ে যান,কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে।
7. হে ঈশ্বর, তুমি যখন মরু-এলাকার মধ্য দিয়েতোমার লোকদের আগে আগে গিয়েছিলে, [সেলা]
8. তখন পৃথিবী কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল।এ সব হয়েছিল ঈশ্বরের সামনে,সিনাইয়ের সেই ঈশ্বরের সামনে,ঈশ্বরেরই সামনে, ইস্রায়েলের ঈশ্বরের সামনে।
9. হে ঈশ্বর, তুমি প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিলে;শুকিয়ে ওঠা তোমার দেশকে তুমি সতেজ করে তুলেছিলে।