গীতসংহিতা 68:31-34 পবিত্র বাইবেল (SBCL)

31. মিসর থেকে রাজদূতেরা আসবেন;কূশ তাড়াতাড়ি করে ঈশ্বরের কাছে হাত বাড়িয়ে দেবে।

32. হে পৃথিবীর সব রাজ্য, ঈশ্বরের উদ্দেশে গান কর,প্রভুর উদ্দেশে প্রশংসার গান গাও। [সেলা]

33. তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়েরথে চড়ে চলাচল করেন।শোন, তিনি জোর গলায় কথা বলছেন।

34. ঘোষণা কর, ঈশ্বর শক্তিমান;তাঁর মহিমা ইস্রায়েলের উপর রয়েছেআর আকাশ জুড়ে রয়েছে তাঁর শক্তি।

গীতসংহিতা 68