গীতসংহিতা 48:11-13 পবিত্র বাইবেল (SBCL)

11. তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোকআর যিহূদার গ্রামগুলো আনন্দ করুক।

12. হে যিহূদার লোকেরা, তোমরা সিয়োনের চারপাশ দিয়ে ঘুরে এস,তার দুর্গগুলো গুণে দেখ;

13. তার চারপাশের দেয়ালগুলো লক্ষ্য কর,তার রাজবাড়ীর দালান-কোঠা ঘুরে দেখ,যেন সেই সব কথা তোমাদের সন্তানদের কাছে বলে যেতে পার।

গীতসংহিতা 48