গীতসংহিতা 44:1-15-16 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছসেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।

10. শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ;আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে।

11. জবাই করার ভেড়ার মত করেতাদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছআর বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ।

12. প্রায় বিনামূল্যেই তোমার লোকদের তুমি বিক্রি করে দিয়েছ;এতে তোমার কি লাভ হয়েছে?

13. প্রতিবেশী জাতিদের কাছে তুমি আমাদেরনিন্দার পাত্র করে তুলেছ;চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক করেছ।

14. অন্যান্য জাতির কাছে তুমি আমাদের নামকেটিট্‌কারির ভাষা করেছ;লোকেরা আমাদের দেখে মাথা নাড়ে।

15-16. যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য,আর যে শত্রুরা আমার উপরপ্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য,একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে;আমি লজ্জায় ডুবে আছি।

গীতসংহিতা 44