গীতসংহিতা 36:4-8 পবিত্র বাইবেল (SBCL)

4. বিছানায় শুয়েও তারা মন্দ বুদ্ধি আঁটে;তারা অন্যায় পথে নিজেদের ছেড়ে দেয়আর মন্দকে ঘৃণা করে না।

5. হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা মহাশূন্যে পৌঁছায়;তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।

6. তোমার সততা অটল পাহাড়ের মত;তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর।হে সদাপ্রভু, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।

7. হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার দাম দেওয়া যায় না;তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।

8. তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়;তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের খেতে দাও।

গীতসংহিতা 36