গীতসংহিতা 34:19-21 পবিত্র বাইবেল (SBCL)

19. যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেওসেই সব থেকে সদাপ্রভুই তাকে উদ্ধার করেন।

20. তার সব হাড় তিনিই রক্ষা করেন,সেগুলোর একটাও ভাংগা হবে না।

21. অন্যায়কারীর মৃত্যু হবে মন্দতার হাতে;যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে।

গীতসংহিতা 34