গীতসংহিতা 32:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. ধন্য সেই লোক, যার ঈশ্বরের প্রতি বিদ্রোহ ক্ষমা করা হয়েছে,যার পাপ ঢাকা দেওয়া হয়েছে।

2. ধন্য সেই লোক, যার অন্যায় সদাপ্রভু ক্ষমা করেছেনআর যার অন্তরে কোন ছলনা নেই।

3. আমি যখন পাপ স্বীকার করি নিতখন সারা দিন কোঁকাতে কোঁকাতেআমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;

গীতসংহিতা 32