গীতসংহিতা 19:1-2 পবিত্র বাইবেল (SBCL)

1. মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে,আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।

2. দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে,আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান।

গীতসংহিতা 19