গীতসংহিতা 119:75-77 পবিত্র বাইবেল (SBCL)

75. হে সদাপ্রভু, আমি জানি তোমার আইন-কানুন ন্যায়ে পূর্ণ;তুমি বিশ্বস্ত বলে আমাকে কষ্ট দিয়েছ।

76. তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছসেই অনুসারে তোমার অটল ভালবাসাই হোক আমার সান্ত্বনা।

77. আমার প্রতি তোমার করুণা নেমে আসুক যেন আমি বেঁচে থাকি,কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়।

গীতসংহিতা 119