গীতসংহিতা 119:41-46 পবিত্র বাইবেল (SBCL)

41. হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা আমাকে দেখাও;তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।

42. তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি উত্তর দিতে পারব,কারণ আমি তোমার বাক্যের উপর নির্ভর করি।

43. তোমার সত্যের বাক্য তুমি আমার মুখ থেকেএকেবারে কেড়ে নিয়ো না,কারণ তোমার আইন-কানুনের উপরেইআমি আশা করে রয়েছি।

44. আমি সব সময় তোমার নির্দেশ পালন করব,চিরকাল তা করব।

45. আমি বিনা বাধায় জীবন কাটাব,কারণ তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।

46. তুমি যে সব কথা বলেছ তা আমি রাজাদের সামনে বলব;আমি লজ্জিত হব না।

গীতসংহিতা 119