102. তোমার আইন-কানুনের পথ থেকে আমি সরে যাই নি,কারণ তুমি নিজেই আমাকে শিক্ষা দিয়েছ।
103. তোমার সব প্রতিজ্ঞা আমার জিভে কেমন মিষ্টি লাগে!তা আমার মুখে মধুর চেয়েও মিষ্টি মনে হয়।
104. তোমার নিয়ম-কানুন থেকে আমি বিচারবুদ্ধি লাভ করি,তাই আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
105. তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি,আমার চলার পথের আলো।