গীতসংহিতা 118:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. সদাপ্রভু আমার পক্ষে আছেন, আমি ভয় করব না;মানুষ আমার কি করতে পারে?

7. আমার সাহায্যকারী হিসাবে সদাপ্রভু আমার পক্ষে আছেন,তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।

8. মানুষের উপরে নির্ভর করার চেয়েসদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

9. উঁচু পদের লোকদের উপরে নির্ভর করার চেয়েসদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

গীতসংহিতা 118