8. যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করেতারাও ঐ সব প্রতিমার মত হবে।
9. হে ইস্রায়েলীয়েরা, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
10. হে হারোণের বংশ, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
11. হে সদাপ্রভুর ভক্তেরা, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
12. সদাপ্রভু আমাদের কথা মনে করেছেন,সেজন্য তিনি আমাদের আশীর্বাদ করবেন;হ্যাঁ, তিনি ইস্রায়েলের বংশকে আশীর্বাদ করবেন,তিনি হারোণের বংশকে আশীর্বাদ করবেন,
13. তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে আশীর্বাদ করবেন।