গীতসংহিতা 111:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব,গৌরব করব ঈশ্বরভক্তদের দলের মধ্যে,গৌরব করব সভার লোকদের মধ্যে।

2. সদাপ্রভুর সব কাজ মহৎ;যারা তাতে আনন্দিত হয়তারা সেই সব নিয়ে ধ্যান করে।

3. তাঁর কাজ গৌরব ও মহিমায় পূর্ণ,তাঁর সততা চিরকাল স্থায়ী।

গীতসংহিতা 111