গীতসংহিতা 109:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা সদাপ্রভুর মনে থাকুক;তাদের মায়েদের পাপ মুছে ফেলা না হোক।

15. সব সময় সেগুলো সদাপ্রভুর সামনে থাকুক,যাতে তিনি পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।

16. তারা দয়া করার কথা কখনও মনে করত না,বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের মেরে ফেলার জন্যঅত্যাচার করত।

17. তারা অভিশাপ দিতে ভালবাসত,তাই সেই অভিশাপ তাদেরই উপরে পড়ল;আশীর্বাদ করতে তাদের ভাল লাগত না,তাই আশীর্বাদ তাদের কাছ থেকে দূরে গেল।

গীতসংহিতা 109