40. সেজন্যই সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের উপর জ্বলে উঠল;যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।
41. তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন;তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।
42. তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার চালাল;তারা তাদের অধীনে রইল।
43. অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন,কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল;পাপের দরুন তাদের পতন হল।