গীতসংহিতা 106:35-38 পবিত্র বাইবেল (SBCL)

35. বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।

36. তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।

37. এমন কি, মন্দ আত্মাদের উদ্দেশেতাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।

38. তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল।তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল,তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।

গীতসংহিতা 106