গীতসংহিতা 106:30-36 পবিত্র বাইবেল (SBCL)

30. তখন পুরোহিত পীনহস্‌ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মড়ক থেমে গেল।

31. পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যনির্দোষ বলে ধরা হল।

32. মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।

33. তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।

34. ঈশ্বরের আদেশের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,

35. বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।

36. তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।

গীতসংহিতা 106