19. সদাপ্রভু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন;সব কিছুর উপরেই তাঁর রাজত্ব।
20. হে সদাপ্রভুর শক্তিশালী দূতেরা, যারা তাঁর কথার বাধ্য থেকেতাঁর আদেশ পালন করছ,তোমরা তাঁর গৌরব কর।
21. হে সদাপ্রভুর সেবাকারী শক্তিদলগুলোযারা তাঁর ইচ্ছা পালন করছ,তোমরা তাঁর গৌরব কর।