15. দুষ্ট এবং মন্দ লোকের ক্ষমতা তুমি শেষ করে দিয়ো;তার সমস্ত অন্যায়ের হিসাব তুমি চেয়ে নিয়ো।
16. সদাপ্রভুই চিরকালের রাজা;তাঁর দেশ থেকে অন্য জাতিরা ধ্বংস হয়ে যাবে।
17. হে সদাপ্রভু, নম্রদের অন্তরের ইচ্ছার কথা তুমি শুনছ;তুমি তাদের সাহস দিচ্ছ, তাদের কান্না তুমি শুনছ।