গীতসংহিতা 1:3-5 পবিত্র বাইবেল (SBCL)

3. সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ,যা সময়মত ফল দেয়,আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না;সে সব কাজেই সফলতা লাভ করে।

4. কিন্তু দুষ্টেরা সেরকম নয়;তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।

5. এইজন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না,পাপীরা ঈশ্বরভক্তদের দলে টিকে থাকতে পারবে না;

গীতসংহিতা 1