গণনাপুস্তক 5:9-18 পবিত্র বাইবেল (SBCL)

9. যে সব পবিত্র জিনিস ইস্রায়েলীয়েরা পুরোহিতের কাছে নিয়ে আসবে তা সবই পুরোহিতের হবে।

10. প্রত্যেকের উৎসর্গ করা জিনিস পুরোহিতের হবে। পুরোহিতের হাতে দেওয়া জিনিস পুরোহিতেরই হবে।”

16. “পুরোহিত সেই স্ত্রীলোকটিকে সদাপ্রভুর সামনে দাঁড় করাবে।

17. তারপর সে একটা মাটির পাত্রে কিছু পবিত্র জল নেবে এবং আবাস-তাম্বুর মেঝে থেকে কিছু ধূলা তুলে নিয়ে সেই জলের মধ্যে দেবে।

18. স্ত্রীলোকটিকে সদাপ্রভুর সামনে দাঁড় করাবার পর পুরোহিত তার চুল খুলে দেবে এবং অন্যায় তুলে ধরবার জন্য আনা উৎসর্গের জিনিস, অর্থাৎ সন্দেহের দরুন শস্য-উৎসর্গের জিনিস তার হাতে দেবে। পুরোহিত তার নিজের হাতে রাখবে অভিশাপ নিয়ে আসা তেতো জল।

গণনাপুস্তক 5