গণনাপুস্তক 26:39-42 পবিত্র বাইবেল (SBCL)

39. শূফম থেকে শূফমীয় বংশ এবং হূফম থেকে হূফমীয় বংশ।

40. অর্দ ও নামানের মধ্য দিয়ে বেলার বংশধরদের বংশ হল অর্দ থেকে অর্দীয় বংশ এবং নামান থেকে নামানীয় বংশ।

41. এগুলো বিন্যামীন-গোষ্ঠীর লোকদের বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল পয়তাল্লিশ হাজার ছ’শো।

42. দানের বংশধর: এরা হল শূহম থেকে শূহমীয় বংশ। এরাই ছিল দান-গোষ্ঠীর লোক।

গণনাপুস্তক 26