3. আর তিনি ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বিয়োরের ছেলে বিলিয়মএই কথা বলছে,যার চোখ খোলা রয়েছে সেএই কথা বলছে,
4. যে লোক ঈশ্বরের বাক্য শুনছেআর সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে মাটির উপর উবুড় হয়ে পড়েছেআর যার চোখের ঠুলি খুলে গেছে,
5. সে এই কথা বলছে:হে যাকোব, তোমার তাম্বুগুলো কি সুন্দর!হে ইস্রায়েল, কি সুন্দর তোমারথাকবার জায়গা!
6. সেগুলো পড়ে আছে উপত্যকার মত,পড়ে আছে নদীর ধারের বাগানের মত,সদাপ্রভুর লাগানো অগুরু গাছের মত,জলের ধারের এরস গাছের মত।