20. অশুচি হওয়ার পর যদি কেউ নিজেকে শুচি করিয়ে না নেয় তবে তাকে তার সমাজের মধ্য থেকে মুছে ফেলতে হবে, কারণ নিজেকে শুচি না করে সে সদাপ্রভুর পবিত্র তাম্বু অশুচি করেছে। শুচি করবার জল তার উপর ছিটানো হয় নি বলে সে অশুচি।
21. ইস্রায়েলীয়দের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।“যে লোক এই শুচি করবার জল ছিটাবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে। যদি কেউ এই শুচি করবার জল ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
22. অশুচি অবস্থায় থাকা লোকটি যা কিছু ছোঁবে তা অশুচি হয়ে যাবে এবং তার ছোঁওয়া জিনিস যে ছোঁবে সে-ও সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।”