গণনাপুস্তক 15:27-30 পবিত্র বাইবেল (SBCL)

27. “কিন্তু যদি মাত্র একজন লোক ভুল করে কোন অন্যায় করে ফেলে তবে পাপ-উৎসর্গের জন্য তাকে এক বছরের একটা ছাগী আনতে হবে।

28. ভুল করে যে লোক এইভাবে অন্যায় করবে পুরোহিতকে সদাপ্রভুর সামনে সেই লোকটির অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। সেই অন্যায় ঢাকা দেওয়া হলে পর তাকে ক্ষমা করা হবে।

29. ভুল করে অন্যায় করে ফেলেছে এমন প্রত্যেকটি লোকের জন্য এই একই নিয়ম খাটবে- সেই লোক ইস্রায়েলীয়ই হোক কিম্বা অন্য জাতির লোকই হোক।

30. “কিন্তু ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে সদাপ্রভুকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।

গণনাপুস্তক 15