16. নিজের চোখে অতিরিক্ত সৎ কিম্বা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না।কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
17. দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না।কেন তুমি অসময়ে মারা যাবে?
18. এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না;যে লোক ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করেসে কোন কিছুই অতিরিক্ত করে না।