ইয়োব 8:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না,তখন জল না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়।

13. যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের দশা তা-ই হয়;ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।

14. যার উপর সে নির্ভর করে তা শক্ত নয়,তা মাকড়সার জাল মাত্র।

15. সে যদি তার উপর ভর দেয় তবে তা ভেংগে পড়বে,যদি সে তা আঁকড়ে ধরে তবে তা তাকে ধরে রাখতে পারবে না।

16. সে যেন সূর্যের আলোতে সতেজ একটা চারা,বাগানের সব জায়গায় তার ডালপালা ছড়িয়ে গেছে।

ইয়োব 8