ইয়োব 8:10-13 পবিত্র বাইবেল (SBCL)

10. তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে;তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।

11. “জলা জায়গা না হলে নল বড় হতে পারে না;জল না পেলে খাগ্‌ড়া বেড়ে উঠতে পারে না।

12. বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না,তখন জল না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়।

13. যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের দশা তা-ই হয়;ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।

ইয়োব 8