ইয়োব 41:22-25 পবিত্র বাইবেল (SBCL)

22. তার ঘাড়ে শক্তি থাকে;ভীষণ ভয় তার আগে আগে চলে।

23. তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত;সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না।

24. তার বুক পাথরের মত শক্ত,তা যাঁতার নীচের অংশের মত শক্ত।

25. সে উঠলে শক্তিশালীরা ভয় পায়;তারা ভয়ে পিছিয়ে যায়।

ইয়োব 41