22. উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে;তাঁর চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়।
23. সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরেএবং ক্ষমতায় অনেক মহান;তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি অত্যাচার করেন না।
24. এইজন্যই মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে;যারা নিজেদের জ্ঞানী মনে করেতাদের দিকে তিনি কোন নজর দেন না।”