22. তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়,তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়।
23. “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন,হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেনযিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক,
24. তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন,‘মৃতস্থানে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও;আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’