ইয়োব 32:12-14 পবিত্র বাইবেল (SBCL)

12. আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম,কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবের কথার ভুল প্রমাণ করেন নি;তাঁর কথার উত্তরও আপনারা দেন নি।

13. এই কথা বলবেন না, ‘আমরা বুঝতে পেরেছি যে,মানুষ নয় কিন্তু ঈশ্বরই তাঁকে হারিয়ে দিতে পারেন।’

14. ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেন নি;আপনাদের যুক্তি দিয়ে আমি তাঁকে উত্তর দেব না।

ইয়োব 32