ইয়োব 28:11-14 পবিত্র বাইবেল (SBCL)

11. সে ঝরণার জল পড়া বন্ধ করেআর লুকানো জিনিষগুলো আলোতে আনে।

12. “কিন্তু জ্ঞান কোথায় পাওয়া যায়?আর বুদ্ধিই বা কোথায় থাকে?

13. লোকে তার মল্য জানে না;জীবিতদের দেশে তা পাওয়া যায় না।

14. গভীর জল বলে, ‘তা আমার মধ্যে নেই,’সাগর বলে, ‘তা আমার কাছে নেই।’

ইয়োব 28