1. তখন তৈমনীয় ইলীফস উত্তরে বললেন,
2. “মানুষ কি ঈশ্বরের উপকার করতে পারে?এমন কি, জ্ঞানী লোক তা করতে পারে?
3. তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন?তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?
17-18. যদিও ভাল ভাল জিনিষ দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন,তবুও তারা ঈশ্বরকে বলেছিল, ‘তুমি দূর হও।সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।