21. তার আয়ু যখন শেষ হয়ে যাবেতখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?
22. “কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে?তিনি তো স্বর্গদূতদেরও বিচার করেন।
23. কেউ পরিপূর্ণ শক্তি, শান্তি ও আরামে থেকে মারা যায়;
24. তার দেহ পুষ্ট হয় ও হাড়ে যথেষ্ট মজ্জা থাকে।