ইয়োব 20:16-18 পবিত্র বাইবেল (SBCL)

16. সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

17. দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।

18. যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেইফিরিয়ে দিতে হবে;ব্যবসার লাভও সে আর ভোগ করবে না;

ইয়োব 20