5. লাভের আশায় যদি কেউ তার বন্ধুদের দোষী করেতবে তার সন্তানেরা কষ্ট ভোগ করবে।
6. “ঈশ্বর আমাকে সকলের টিট্কারির পাত্র করেছেন,যার মুখে সবাই থুথু দেয় তার মতই করেছেন।
7. আমার চোখ দুঃখে নিস্তেজ হয়ে এসেছে;আমার গোটা দেহটা ছায়ার মত হয়েছে।
8. এতে সৎ লোকেরা খুব অবাক হবে,আর নির্দোষেরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের বিরুদ্ধে জেগে উঠবে;
9. কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে,আর যাদের হাত শুচি তারা দিনে দিনে শক্তিশালী হবে।