ইয়োব 17:10-13 পবিত্র বাইবেল (SBCL)

10. “বেশ, তোমরা সবাই এসে আবার চেষ্টা কর।আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানী দেখি না।

11. আমার আয়ু প্রায় শেষ হয়েছে,আমার সব পরিকল্পনা বিফল হয়েছে,আমার অন্তরের ইচ্ছাগুলোও নষ্ট হয়ে গেছে।

12. এই লোকেরা রাতকে দিন বানায়আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’।

13. যদি আমার ঘর হিসাবে আমি মৃতস্থানকে আশা করি,অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,

ইয়োব 17