ইয়োব 1:6-8 পবিত্র বাইবেল (SBCL)

6. একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সংগে উপস্থিত হল।

7. তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে আসলে?”উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, “পৃথিবীর মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”

8. সদাপ্রভু তখন শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে।”

ইয়োব 1