ইফিষীয় 5:12-14 পবিত্র বাইবেল (SBCL)

12. কারণ মানুষের গোপনে করা এই সব কাজের কথা বলাও লজ্জার বিষয়।

13. আলোর দ্বারা কোন কাজের দোষ দেখিয়ে দিলে পর তা প্রকাশিত হয়ে পড়ে,

14. কারণ আলোই সব কিছু প্রকাশ করে। এইজন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে ঘুমন্ত লোক, জাগো, মুত্যু থেকে জীবিত হও; তাতে তোমার উপরে খ্রীষ্ট আলো দেবেন।”

ইফিষীয় 5