আদিপুস্তক 49:9-12 পবিত্র বাইবেল (SBCL)

9. যিহূদা, তুমি সিংহের বাচ্চা;শিকারের মাংস খাওয়া শেষ করেআমার এই ছেলে উঠে আসে;সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে।কে তাকে জাগাবে?

10. যতদিন না শীলো আসেনএবং সমস্ত জাতি তাঁর আদেশ মেনে চলে,ততদিন রাজদণ্ড যিহূদারই বংশে থাকবে;আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।

11. যিহূদা আংগুর গাছে তার গাধা বাঁধবে,আর আংগুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা।আংগুর-রসে সে তার কাপড় কাচবে,আর আংগুরের রাংগা রসে কাচবে পোশাক।

12. তার চোখের রং আংগুর-রসের রংয়ের চেয়েও গাঢ় হবে,আর তার দাঁত দুধের চেয়েও সাদা হবে।

আদিপুস্তক 49