আদিপুস্তক 28:7-10 পবিত্র বাইবেল (SBCL)

7. এষৌ দেখলেন, যাকোব তাঁর মা-বাবার কথামত পদ্দন-অরামে চলে গেছেন।

8. এতে এষৌ বুঝলেন যে, তাঁর বাবা ইস্‌হাক কনানীয় স্ত্রীলোকদের উপর খুশী নন।

9. তাই দু’টি স্ত্রী থাকলেও তিনি অব্রাহামের ছেলে ইশ্মায়েলের বাড়ীতে গিয়ে তাঁর মেয়ে মহলত্‌কে বিয়ে করলেন। মহলৎ ছিল নবায়োতের বোন।

10. এদিকে যাকোব বের্‌-শেবা ছেড়ে হারণ শহরের দিকে যাত্রা করলেন।

আদিপুস্তক 28