20. এই সব ঘটনার পরে অব্রাহাম শুনতে পেলেন যে, এর মধ্যে তাঁর ভাই নাহোরের স্ত্রী মিল্কার কয়েকটি ছেলে হয়েছে।
21. নাহোরের বড় ছেলের নাম ছিল ঊষ। পরে বূষ আর কমূয়েলের জন্ম হয়েছিল। কমূয়েলের ছেলের নাম ছিল অরাম।
22. নাহোরের অন্য ছেলেদের নাম কেষদ, হসো, পিল্দশ, যিদ্লফ ও বথূয়েল।