আদিপুস্তক 19:36-38 পবিত্র বাইবেল (SBCL)

36. এইভাবে লোটের দুই মেয়েই তাদের বাবার দ্বারা গর্ভবতী হল।

37. পরে বড় মেয়েটির একটি ছেলে হলে সে তার নাম রাখল মোয়াব (যার মানে “বাবার কাছ থেকে”)। এই মোয়াবই এখনকার মোয়াবীয়দের আদিপিতা।

38. পরে ছোট মেয়েটিরও একটি ছেলে হল, আর সে তার নাম রাখল বিন্‌-অম্মি (যার মানে “আমার বংশের সন্তান”)। সে এখনকার অম্মোনীয়দের আদিপিতা।

আদিপুস্তক 19