17. আর ইলিয়াসের দ্বারা কথিত মাবুদের কালাম অনুসারে তিনি মারা গেলেন; এবং তাঁর পুত্র না থাকাতে যিহোরাম তাঁর পদে, এহুদার বাদশাহ্ যিহোশাফটের পুত্র যিহোরামের দ্বিতীয় বছরে বাদশাহ্ হলেন।
18. অহসিয়ের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?