১ শামুয়েল 2:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে হান্না মুনাজাত করে বললেন,আমার অন্তঃকরণ মাবুদে উল্লসিত,আমার শৃঙ্গ মাবুদে উন্নত হল;দুশমনদের কাছে আমার মুখ বিকশিত হল;কারণ তোমার নাজাতে আমি আনন্দিতা।

2. মাবুদের মত পবিত্র কেউ নেই,তুমি ছাড়া আর কেউ নেই,আমাদের আল্লাহ্‌র মত আর শৈল নেই।

3. তোমরা এমন মহা গর্বের কথা আর বলো না,তোমাদের মুখ থেকে অহংকারের কথা বের না হোক;কেননা মাবুদ জ্ঞানের আল্লাহ্‌,তাঁর দ্বারা সমস্ত কাজ তুলাতে পরিমিত হয়।

১ শামুয়েল 2