26. কিন্তু আপনার গোলাম যে আমি, আমাকে ও ইমাম সাদোককে এবং যিহোয়াদার পুত্র বনায় ও আপনার গোলাম সোলায়মানকে সে দাওয়াত করে নি।
27. এই কাজ কি আমার মালিক বাদশাহ্র হুকুমে হয়েছে? আর আমার মালিক বাদশাহ্র পরে কে আপনার সিংহাসনে বসবে, তা আপনার গোলামদের জানান নি?
28. তখন বাদশাহ্ দাউদ জবাবে বললেন, বৎশেবাকে আমার কাছে ডেকে আন। তিনি বাদশাহ্র কাছে এসে বাদশাহ্র সম্মুখে দাঁড়ালেন।