8. অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভাইদের মহব্বতকারী, স্নেহবান ও নম্রমনা হও।
9. মন্দের বদলে মন্দ করো না এবং নিন্দার বদলে নিন্দা করো না; বরং দোয়া কর, কেননা দোয়ার অধিকারী হবার জন্যই তোমাদের আহ্বান করা হয়েছে।
10. কারণ,“যে ব্যক্তি জীবন ভালবাসতে ও মঙ্গলের দিন দেখতে চায়,সে মন্দ থেকে নিজের জিহ্বাকে,ছলনার কথা থেকে নিজের ঠোঁটকে নিবৃত্ত করুক।
11. সে মন্দ থেকে ফিরে আসুক ও সদাচরণ করুক,শান্তির চেষ্টা করুক ও এর জন্য কঠোরভাবে চেষ্টা করুক।
12. কেননা ধার্মিকদের প্রতি প্রভুর দৃষ্টি আছে;তাদের বিনতির প্রতি তাঁর কান আছে;কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।”